ফোন: +88-02-55088225
ইমেইল: info@challengesbd.com
Opening: ananın amı hours
EN | BN
#
  • Admin
  • Apr 16, 2021

বহির্বিভাগের রুগী

আমাদের অনাবাসিক রোগীদের জন্য প্রোগ্রাম ও চিকিৎসা ব্যাবস্থাঃ
অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থা তাদের জন্যই প্রযোজ্য যাদের আসক্তির সমস্যা বেশী গুরুতর নয়। এই ব্যাবস্থা দীর্ঘমেয়াদী চিকিৎসার একটি অংশ হতে পারে। অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থার সময়কাল হতে পারে ৩ মাস থেকে ৬ মাস অথবা প্রয়োজন সাপেক্ষে ১ বছর কিংবা তার বেশি সময় পর্যন্ত।
চ্যালেঞ্জেস ট্রিটমেন্ট সেন্টারে,
একজন অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থায় থাকা রোগীকে সাধারণত চিকিৎসার প্রয়োজনে, সপ্তাহে ৬ দিন, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিতে হয়/ থাকতে হয়।
তুলনামুলকভাবে, আবাসিক চিকিৎসা ব্যাবস্থার থেকে অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থায় সীমাবদ্ধতা কম হয়ে থাকে।
এক্ষেত্রে একজন রোগীর জন্য আসক্তিজনিত সমস্যা এবং আসক্তি থেকে বের হয়ে আসার জন্য আউটডোর ক্লাস, গ্রুপ কাউন্সিলিং সেশন ও রোগীর জন্য আলাদা কাউন্সিলিং সেশনের ব্যাবস্থা রয়েছে। এই ক্লাস, সেশনগুলোর মাধ্যমে একজন আসক্ত ব্যক্তিকে মাদক ছাড়া একটি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়স এবং পুনরায় মাদকের কাছে ফেরত না যাওয়ার কৌশলগুলো শেখানো হয়।

অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থায় ডিটক্স প্রোগ্রামঃ
যে সমস্ত রোগীর মাদক প্রত্যাহারজনিত সমস্যা অল্প বা মাঝারি পর্যায়ের হয়ে থাকে, তাদের জন্যে আবাসিক ডিটক্সিফিকেশনের থেকে অনাবাসিক ডিটক্সিফিকেশন একটি উপযুক্ত বিকল্প হতে পারে।
অনাবাসিক ডিটক্সিফিকেশন নিরাপদ, কার্যকর এবং অনাবাসিক ডিটক্সিফিকেশনের তুলনায় কম সময়ে হয়ে থাকে। তবে, রোগীকে শারীরিক এবং মানসিক চেক-আপের জন্য নিয়মিত চিকিৎসা কেন্দ্রে যাওয়া-আসা করতে হবে।
মাদক প্রত্যাহারজনিত বিভিন্ন লক্ষণগুলো যেমন, ডিপ্রেশান, এ্যানযায়েটি, হৃদকম্পন বেড়ে যাওয়া, ইত্যাদি পর্যবেক্ষণ করে চিকিৎসক প্রয়োজনে অন-সাইটে ঔষধ দিতে পারে।

 

 


অনাবাসিক চিকিৎসার সময় সামাজিক সহায়তাঃ
অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থায় একজন আসক্ত ব্যাক্তি চিকিৎসা চলাকালিন সময়ে বাড়িতে থাকতে পারে।
যারা এই চিকিৎসার আওতায় থাকে তারা চাইলে পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে থাকতে পারবে এবং একই সাথে কর্মক্ষেত্রেও সময় দিতে পারবে।
চ্যালেঞ্জেস পুনর্বাসন কেন্দ্রে রোগীর দৈনন্দিন জীবনের সাধারণ পরিকল্পনা বজায় রাখার সুবিধার্থে মিটিংগুলো সন্ধ্যায় হয়ে থাকে।
১২ ধাপ বা এন. এ গ্রুপ অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থার অংশ হয়ে থাকে\হতে পারে।
(স্টাডিস শো দ্যাট ???) দেখা যায় যে, এন. এ গ্রুপগুলোতে অংশগ্রহণ এনজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যাক্তি\রিকোভারি কে তার সুস্থতা ধরে রাখতে সহায়তা করে।
অনেক সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যাক্তি আছেন যারা, তাদের সুস্থতাকে/ সুস্থতার যাত্রাকে ধরে রাখার জন্য, অনাবাসিক চিকিৎসা চালিয়ে যান আবাসিক চিকিৎসা নেয়ার পরে।
সাধারণত, আবাসিক চিকিৎসা ব্যাবস্থার খরচ অনাবাসিক চিকিৎসা ব্যাবস্থার থেকে বেশি হয়ে থাকে।
তাতক্ষনিক চিকিৎসার সহজলভ্যতা এবং সাইকোথেরাপি চিকিৎসা সুবিধা থাকার কারণে আবাসিক চিকিৎসা ব্যাবস্থার খরচ বেশি হয়ে থাকে।
তবে খরচের এই পার্থক্য, একজন আসক্ত ব্যক্তির জন্য সর্বত্তম চিকিৎসা ব্যাবস্থা বেছে নেয়ার ক্ষেত্রে কোনভাবেই উৎসাহিত অথবা নিরুৎসাহিত করে না কিংবা করা উচিত নয়।
অনাবাসিক চিকিৎসাঃ
রোগী নিয়মিত সকাল-সন্ধ্যা কেন্দ্রে চিকিৎসার জন্য আসবে এবং বাকী সময় বাড়িতে থাকবে।
সফলতার হার খুব কম।
অধিক সাশ্রয়ী
রোগীকে তার দৈনন্দিন রুটিন অত্যন্ত সতর্কতার সাথে বজায় রাখতে হয়।
সামাজিক সাপোর্ট গ্রুপগুলোতে সহজ অ্যাক্সেস
কোর্সের সময়কাল কমপক্ষে ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে
যাদের আসক্তি মাঝারি পর্যায়ের মূলত তাদের জন্য উপযুক্ত
গুরুতর আসক্তির চিকিৎসার জন্য পরিকল্পিত
সপ্তাহে ৬ দিন- ১০ থেকে ১২ ঘন্টা